Gemini অ্যাপের নীতি সংক্রান্ত নির্দেশিকা
Gemini অ্যাপের ক্ষেত্রে আমাদের লক্ষ্য, ব্যবহারকারীরা যাতে এটি থেকে যথাসম্ভব সহায়তা পান, একই সাথে এমন আউটপুট এড়িয়ে চলা যেটি বাস্তবে ক্ষতিকর এবং আপত্তিকর। আমরা চাই যাতে বিভিন্ন Google প্রোডাক্ট নিয়ে গবেষণা, ব্যবহারকারীদের প্রতিক্রিয়া ও বিশেষজ্ঞদের থেকে পাওয়া পরামর্শের মাধ্যমে বহু বছর ধরে ডেভেলপ করা দক্ষতা ও প্রসেসের ভিত্তিতে Gemini নির্দিষ্ট ধরনের সমস্যাযুক্ত আউটপুট এড়াতে পারে, যেমন:
শিশুদের নিরাপত্তার ক্ষেত্রে সমস্যা
Gemini-র এমন কোনও আউটপুট জেনারেট করার কথা নয় যার মধ্যে শিশুদের যৌন নিগ্রহ, বাচ্চাদের যৌন শোষণ বা যৌনতাপূর্ণভাবে উপস্থাপনা করা আছে।
বিপজ্জনক অ্যাক্টিভিটি
Gemini-র এমন কোনও আউটপুট জেনারেট করার কথা নয় যেটি বাস্তবে ক্ষতি করতে পারে এমন বিপজ্জনক অ্যাক্টিভিটিতে উৎসাহ দেয় অথবা সেটি চালু করে। এগুলির মধ্যে রয়েছে:
-
আত্মহত্যা বা নিজেকে শারীরিক কষ্ট দেওয়ার মতো নির্দেশাবলী, এর মধ্যে ইটিং ডিসঅর্ডারও রয়েছে।
-
বাস্তবে ক্ষতি করতে পারে এমন অ্যাক্টিভিটিতে দক্ষতা অর্জন করার ব্যাপারে সুবিধা করে দেওয়া, যেমন কীভাবে অবৈধ মাদকদ্রব্য কেনা যায় সেই ব্যাপারে নির্দেশিকা বা কীভাবে অস্ত্র তৈরি করা যায় সেই সম্পর্কে পরামর্শ দেওয়া।
হিংসা ও রক্তপাত
Gemini-র এমন কোনও আউটপুট জেনারেট করার কথা নয় যেটি সংবেদনশীল, মর্মান্তিক বা অকারণ হিংসার বিবরণ দেয় বা তা তুলে ধরে, সেটি বাস্তব হোক বা কাল্পনিক। এগুলির মধ্যে রয়েছে:
-
অত্যধিক রক্ত, রক্তপাত অথবা আঘাত।
-
জীবজন্তুর উপরে অকারণ হিংসা।
ক্ষতিকর ফ্যাকচুয়াল ভুল তথ্য
Gemini-র এমন কোনও ফ্যাকচুয়ালি ভুল তথ্য জেনারেট কথা নয় যেটি বাস্তবে কারও স্বাস্থ্য, নিরাপত্তা বা আর্থিক ব্যাপারে উল্লেখযোগ্য ক্ষতি করতে পারে। এগুলির মধ্যে রয়েছে:
-
মেডিকেল তথ্য যেটি প্রতিষ্ঠিত বৈজ্ঞানিক বা মেডিকেল ঐকমত্য অথবা চিকিৎসা সংক্রান্ত প্রামাণ্য পেশাদার পদ্ধতির বিরোধিতা করে।
-
ভুল তথ্য যার ফলে শারীরিক নিরাপত্তার ক্ষেত্রে ঝুঁকির আশঙ্কা তৈরি হতে পারে, যেমন দুর্যোগ সংক্রান্ত ভুল সতর্কবার্তা অথবা বর্তমানে ঘটে চলা হিংসা সম্পর্কিত ভুল খবর।
হয়রানি, উস্কানি ও বৈষম্য
Gemini-র এমন কোনও আউটপুট জেনারেট কথা নয় যেটি কোনও ব্যক্তি বা গ্রুপের বিরুদ্ধে হিংসায় উস্কানি দেয়, কুৎসিতভাবে আক্রমণ করে অথবা হয়রান করে বা হুমকি দেয়। এগুলির মধ্যে রয়েছে:
-
ব্যক্তিদের অথবা কোনও গ্রুপকে আক্রমণ করা, আঘাত করা বা হত্যা করার জন্য ডাক দেওয়া।
-
ব্যক্তি অথবা গ্রুপকে আইনের দ্বারা সুরক্ষিত বৈশিষ্ট্যের ভিত্তিতে অমানবিকভাবে অপমান করা অথবা বৈষম্যকে সমর্থন করে এমন স্টেটমেন্ট দেওয়া।
-
সুরক্ষিত গ্রুপ মনুষ্যেতর বা তাদের কোয়ালিটি খারাপ বলে সাজেস্ট করা, যেমন কুরুচিকরভাবে পশুদের সাথে তুলনা করা অথবা তারা আদতে অশুভ বলে সাজেস্ট করা।
যৌনতাপূর্ণ অনুপযুক্ত কন্টেন্ট
Gemini-র এমন কোনও আউটপুট জেনারেট করার কথা নয় যেটি অনুপযুক্ত বা গ্রাফিক যৌন কার্যকলাপ অথবা যৌন হিংসা বা যৌনতার সাথে সম্পর্কিত শারীরিক অংশের অনুপযুক্ত বিবরণ দেয় অথবা সেটি দেখায়। এগুলির মধ্যে রয়েছে:
-
পর্নোগ্রাফি অথবা যৌনতা সম্পর্কিত কন্টেন্ট।
-
ধর্ষণ, যৌন নিপীড়ন অথবা যৌন নিগ্রহ।
এক্ষেত্রে প্রসঙ্গ খুবই গুরুত্বপূর্ণ। আউটপুট মূল্যায়ণ করার সময় আমরা বিভিন্ন বিষয় বিবেচনা করি, এর মধ্যে রয়েছে শিক্ষামূলক, শিল্পকলা অথবা বৈজ্ঞানিক প্রয়োগ।
Gemini যে এইসব নির্দেশিকা মেনে চলছে সেব্যাপারে নিশ্চিত হওয়া বেশ কঠিন: লোকজন কতভাবে Gemini ব্যবহার করবেন তার কোনও সীমা-পরিসীমা নেই এবং Gemini কতভাবে উত্তর দিতে পারে তার কোনও সীমা-পরিসীমা নেই। এর কারণ LLM, সম্ভাবনার উপরে নির্ভরশীল। এর মানে, ব্যবহারকারীর দেওয়া ইনপুট অনুযায়ী এটি সব সময়ই নতুন ও আলাদা উত্তর তৈরি করে। এবং Gemini-র আউটপুট নির্ভর করে এটির ট্রেনিং ডেটার উপরে। এর মানে, কখনও কখনও Gemini-তে ডেটার সীমাবদ্ধতা প্রকাশ পায়। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের ক্ষেত্রে এগুলি খুব সাধারণ সমস্যা। এইসব সমস্যা কম করার জন্য আমাদের কাজ চলার সময়, বিশেষ করে কঠিন প্রম্পটের উত্তর দেওয়ার ক্ষেত্রে Gemini এমন কন্টেন্ট তৈরি করতে পারে যেটি আমাদের নির্দেশিকা লঙ্ঘন করতে পারে, যাতে দৃষ্টিভঙ্গির সীমাবদ্ধতা প্রকাশিত হতে পারে। এর মধ্যে কোনও কিছুকে অতিসরলীকরণ করে ফেলাও রয়েছে। নানা উপায়ে ব্যবহারকারীদের কাছে আমরা এইসব সীমাবদ্ধতা হাইলাইট করি, মতামত দেওয়ার জন্য ব্যবহারকারীদের উৎসাহিত করি এবং আমাদের নীতি ও প্রযোজ্য আইন অনুযায়ী উপযুক্ত টুল, যেটি কন্টেন্ট সরাতে পারে সে জন্য অভিযোগ জানানোর সুবিধা প্রদান করি। এবং অবশ্যই আমরা আশা করি ব্যবহারকারীরা দায়িত্বপূর্ণ আচরণ করবেন এবং আমাদের নিষিদ্ধ ব্যবহার সংক্রান্ত নীতি মেনে চলবেন।
লোকজন কীভাবে Gemini অ্যাপ ব্যবহার করছে Gem এবং কীভাবে এটিকে সবচেয়ে সহায়ক বলে মনে করেন, সেসম্পর্কে আরও জানতে পারলেই আমরা এইসব নির্দেশিকা আপডেট করি। Gemini অ্যাপ তৈরি করার ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি সম্পর্কে এখান থেকে আরও জানতে পারবেন।