Skip to main content

Gemini Deep Research

আপনার ব্যক্তিগত রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে Deep Research ব্যবহার করে অনেক সময় বাঁচান
Gemini 2.0 Flash Thinking (এক্সপেরিমেন্টাল) দ্বারা পরিচালিত এবং এখন অডিও ওভারভিউ সহ

Deep Research বলতে কী বোঝায়

Gemini-র এজেন্টসুলভ ফিচার Deep Research ব্যবহার করে যেকোনও কাজ অতি দ্রুত সম্পন্ন করুন, এটি আপনার হয়ে অটোমেটিক অসংখ্য ওয়েবসাইট ব্রাউজ করতে, প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করতে এবং খুঁটিনাটি তথ্য সহ একাধিক পৃষ্ঠার রিপোর্ট তৈরি করতে পারে যা আপনি আকর্ষণীয় পডকাস্ট-ধরনের কথোপকথনের জন্য ব্যবহার করতে পারেন।

প্ল্যানিং

Deep Research-এর মাধ্যমে আপনার প্রম্পটকে একটি পছন্দমতো, মাল্টি-পয়েন্ট রিসার্চ প্ল্যানে পরিণত করা যায়

সার্চ করা হচ্ছে

Deep Research অটোমেটিক সার্চ করে এবং প্রাসঙ্গিক, আপ-টু-ডেট তথ্য খুঁজে পেতে ওয়েবসাইট গভীরভাবে ব্রাউজ করে

যুক্তি

আইটেরেশনের মাধ্যমে সংগৃহিত তথ্য যুক্তি সহকারে বিচার-বিবেচনা করার সময় Deep Research সেটি কী ভাবছে তা দেখায় এবং পরবর্তী পদক্ষেপ নেওয়ার আগে চিন্তা করে

রিপোর্টিং

Deep Research আরও বিস্তারিত বিবরণ ও ইনসাইট সহ পূর্ণাঙ্গ কাস্টম রিসার্চ রিপোর্ট প্রদান করে, যা কয়েক মিনিটের মধ্যেই তৈরি হয় ও অডিও ওভারভিউ হিসেবে পাওয়া যায় এবং আপনার অনেক সময় বাঁচায়

কীভাবে Deep Research ব্যবহার করা যায়

Gemini Deep Research-এর মাধ্যমে আপনার জটিল রিসার্চ টাস্ককে ম্যানেজ করার জন্য, সেগুলিকে বিভিন্ন ছোট ছোট ভাগে বিভক্ত করা হয়, উত্তর পাওয়ার জন্য ওয়েবসাইট এক্সপ্লোর করা হয় এবং পূর্ণাঙ্গ ফলাফলে পাওয়া বিভিন্ন তথ্য বিশ্লেষণ করা হয়।

এছাড়াও, পরিকল্পনা করা থেকে আরও বিস্তারিত ও ইনসাইট সহ রিপোর্ট প্রদান করা পর্যন্ত রিসার্চের প্রত্যেক পর্যায়ে 2.0 Flash Thinking (এক্সপেরিমেন্টাল) সহ Gemini আরও ভালো কাজ করে। এখন আপনি রিপোর্টকে অডিও ওভারভিউতেও পরিণত করতে পারেন যাতে মাল্টিটাস্কিংয়ের সময়ও অবগত থাকতে পারেন।

প্রতিযোগিতামূলক বিশ্লেষণ

প্রোডাক্টের অফারিং, দাম, মার্কেটিং ও গ্রাহকের মতামত সহ নতুন প্রোডাক্টের জন্য প্রতিযোগীদের ল্যান্ডস্কেপ সম্পর্কে বোঝা।

ডিউ ডিলিজেন্স

একটি সম্ভাব্য সেলস লিডের ব্যাপারে তদন্ত করে দেখা, কোনও কোম্পানির প্রোডাক্ট, ফান্ডিংয়ের ইতিহাস, টিম ও প্রতিযোগিতামূলক পরিবেশ বিশ্লেষণ করা।

বিষয় সম্পর্কে বোঝা

প্রধান প্রধান ধারণা একে অপরের সাথে তুলনা করা ও পার্থক্য নির্ণয় করার মাধ্যমে বিভিন্ন বিষয়ে গভীরে ডুব দেওয়া, বিভিন্ন আইডিয়ার মধ্যে সম্পর্ক শনাক্ত করা ও অন্তর্নিহিত নীতি ও উদ্দেশ্য ব্যাখ্যা করা।

প্রোডাক্টের তুলনা

ফিচার, পারফর্ম্যান্স, দাম ও কাস্টমার রিভিউয়ের উপর ভিত্তি করে যন্ত্রাংশের বিভিন্ন মডেল মূল্যায়ন করা।

এটি আরও এজেন্টসুলভ AI-এর দিকে এক ধাপ অগ্রসর হওয়া, যা সাধারণ প্রশ্নোত্তরের সীমার বাইরে গিয়ে উন্নত ভাবনাচিন্তা ও কাজ করার ক্ষমতা প্রদর্শন করে, যাতে সেটি প্রকৃত কোলাবোরেটিভ পার্টনার হয়ে উঠতে পারে।

বিনা খরচে এটি আজই ব্যবহার করে দেখুন

অ্যাকশন করার সময় এটি দেখুন

Deep Research-এর সিনিয়র প্রোডাক্ট ম্যানেজার আরুশ সেলভান Deep Research সংক্রান্ত প্রথম অভিজ্ঞতার ব্যাপারে বিস্তারিত জানান।

কীভাবে Deep Research অ্যাক্সেস করতে হয়

বিনা খরচে আজই Deep Research ব্যবহার করে দেখুন

  • ডেস্কটপে

  • মোবাইলে

  • ১৫০টি দেশে

  • ৪৫টিরও বেশি ভাষায়

  • এবং Google Workspace ব্যবহারকারীদের জন্য

শুরু করার জন্য প্রম্পট বার বা মডেল পিকার ড্রপডাউন থেকে Deep Research বেছে নিন এবং Gemini-কে আপনার হয়ে রিসার্চ করতে দিন।

Gemini Advanced ব্যবহারকারীরা Deep Research-এ বর্ধিত অ্যাক্সেসের সুবিধা পান।

প্রথম Deep Research আমরা কীভাবে তৈরি করলাম

ডিসেম্বর ২০২৪-এ যেদিন Gemini-তে প্রথমবার Deep Research প্রোডাক্টের বিভাগ যোগ করলাম, তার পরেরদিন আমরা এই কাজের জন্য দায়িত্বপ্রাপ্ত টিমের কিছু সদস্যকে আলোচনার জন্য একত্রিত করি।

একটি এজেন্টসুলভ সিস্টেম

Deep Research তৈরি করার জন্য আমরা নতুন পরিকল্পনার সিস্টেম গড়ে তুলেছিলাম যা Gemini অ্যাপকে জটিল কাজ করতে সাহায্য করে। Deep Research-এর জন্য আমরা Gemini মডেলকে এমনভাবে ট্রেনিং দিই যাতে সেটি এগুলি করতে পারে:

  • সমস্যাকে ছোট ছোট ভাগে ভাগ করা: ব্যবহারকারী জটিল প্রশ্ন করলে সিস্টেম প্রথমে রিসার্চের জন্য বিস্তারিত পরিকল্পনা করে এবং সমস্যাটিকে ছোট ও ম্যানেজ করা যায় এমন একাধিক সাব-টাস্কে ভাগ করে নেয়। আপনি পরিকল্পনার নিয়ন্ত্রণে থাকেন: Gemini আপনাকে সেটি দেখায় এবং সেটিতে সঠিক বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে কিনা তা আপনি দেখতে ও রিফাইন করতে পারেন।

  • রিসার্চ: পরিকল্পনা ঠিকভাবে পালন হচ্ছে কিনা তা মডেল তত্ত্বাবধান করে এবং কোন সাব-টাস্কগুলি একসাথে এবং কোনগুলি একের পর এক করতে হবে তা বুদ্ধি করে নির্ধারণ করে। তথ্য সংগ্রহ ও তা যুক্তি সহকারে বিচার করার জন্য এই মডেল সার্চ ও ওয়েব ব্রাউজিংয়ের মতো টুল ব্যবহার করতে পারে। প্রত্যেক ধাপে মডেল উপলভ্য তথ্য যুক্তি সহকারে বিচার করে যাতে তারপরে কী করতে হবে তা ঠিক করতে পারে। মডেল এতদিন পর্যন্ত কী শিখেছে এবং এর পরে কী করতে চায় এই বিষয়গুলি যাতে ব্যবহারকারীরা অনুসরণ করতে পারেন সেই জন্য আমরা একটি থিঙ্কিং প্যানেল নিয়ে এসেছি।

  • সংশ্লেষণ: মডেল পর্যাপ্ত তথ্য সংগ্রহ করে ফেলেছে তা স্থির করার পরে সেটি প্রাপ্ত তথ্য সংশ্লেষণ করে বিস্তারিত রিপোর্ট তৈরি করে। রিপোর্ট তৈরি করার সময় Gemini খুব খুঁটিয়ে তথ্য পর্যালোচনা করে, গুরুত্বপূর্ণ থিম ও অসামঞ্জস্যতা শনাক্ত করে এবং যুক্তিসম্মত ও তথ্যপূর্ণ উপায়ে রিপোর্ট প্রস্তুত করে, এমনকি বিবরণে খুঁটিনাটি যোগ করতে ও স্পষ্টতা বাড়াতে একাধিকবার নিজের লেখার সমালোচনা করে।

নতুন বিভাগ, নতুন সমস্যা, নতুন সমাধান

Deep Research তৈরি করার সময় আমাদের তিনটি উল্লেখযোগ্য টেকনিক্যাল চ্যালেঞ্জের মোকাবিলা করতে হয়:

একাধিক-ধাপে পরিকল্পনা করা

রিসার্চের কাজে একাধিক ধাপের আইটেরেটিভ পরিকল্পনার প্রয়োজন। মডেলকে প্রত্যেক ধাপে সেই সময় পর্যন্ত সংগৃহিত তথ্যের উপর নির্ভর করতে হবে, তারপরে অনুপস্থিত তথ্য ও অসঙ্গতি শনাক্ত করতে হবে যা সেটি এক্সপ্লোর করতে চায় — এই পুরো সময় ধরে ব্যাপকতার সাথে গণনা ও ব্যবহারকারীর অপেক্ষার সময়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। ডেটা উপযোগী পদ্ধতিতে দীর্ঘ একাধিক ধাপযুক্ত পরিকল্পনায় মডেলকে কার্যকর করার ব্যাপারে ট্রেনিং দেওয়ার মাধ্যমে Deep Research যাতে সব বিষয়ে উন্মুক্ত ডোমেন সেটিংয়ে কাজ করতে পারে সেই ব্যবস্থা আমরা করতে পেরেছি।

সিদ্ধান্তে পৌঁছাতে দীর্ঘ সময় লাগানো

Deep Research-এর সাধারণ কোনও কাজের জন্য বেশ কয়েক মিনিট ধরে একাধিক মডেলকে কল করতে হয়। এটি এজেন্ট তৈরির পক্ষে চ্যালেঞ্জিং হয়: এটি এমনভাবে তৈরি করতে হয় যাতে একটি বিষয়ে ব্যর্থ হলে পুরো কাজ আবার শুরু থেকে আরম্ভ করতে না হয়।

এর সমাধানের জন্য আমরা একটি নতুন অ্যাসিঙ্ক্রোনাস টাস্ক ম্যানেজার তৈরি করেছি যা প্ল্যানার ও টাস্ক মডেলের মধ্যে শেয়ার্ড অবস্থা বজায় রাখে, যাতে পুরো কাজ শুরু থেকে আরম্ভ না করে সাবলীলভাবে সমস্যা থেকে আগের অবস্থায় ফেরা যায়। এই সিস্টেম সত্যিই অ্যাসিঙ্ক্রোনাস: আপনি Deep Research প্রোজেক্ট শুরু করার পরে অন্য অ্যাপে চলে যেতে পারেন বা আক্ষরিক অর্থে কম্পিউটার বন্ধ করে দিতে পারেন, তারপরে যখন Gemini দেখবেন তখন আপনার রিসার্চ হয়ে গেছে বলে বিজ্ঞপ্তি পাবেন।

কন্টেক্সট ম্যানেজমেন্ট

রিসার্চ চলাকালীন Gemini কন্টেন্টের অসংখ্য পৃষ্ঠা প্রসেস করতে পারে। ধারাবাহিকতা বজায় রাখতে ও ফলো-আপ প্রশ্ন করার সুবিধা দিতে আমরা Gemini-র RAG সেট-আপ সহ ১ মিলিয়ন টোকেন কন্টেক্সট উইন্ডো ব্যবহার করি যা ইন্ডাস্ট্রির সেরা হিসেবে পরিচিত। এটি কার্যত, সেই চ্যাট সেশন চলাকালীন সিস্টেম যা শিখেছে তার সবকিছু "মনে রাখতে" সাহায্য করে এবং আপনি সিস্টেমের সাথে যত বেশি সময় ধরে ইন্টার‍্যাক্ট করেন সিস্টেম তত স্মার্ট হয়ে ওঠে।

এখন 2.0 Flash Thinking (এক্সপেরিমেন্টাল) দ্বারা পরিচালিত

ডিসেম্বরে Deep Research লঞ্চ হওয়ার সময় সেটি Gemini 1.5 Pro দ্বারা পরিচালিত ছিল। Gemini 2.0 Flash Thinking (এক্সপেরিমেন্টাল) এসে যাওয়ার পরে আমরা এই প্রোডাক্টের কোয়ালিটি ও পরিষেবা প্রদানের দক্ষতা দুটি বিষয়েই উল্লেখযোগ্য উন্নতি করেছি। থিঙ্কিং মডেলের সাহায্যে Gemini কোনও পদক্ষেপ নেওয়ার আগে সেটি কী করবে তা পরিকল্পনা করার জন্য আরও সময় নেয়। গভীর চিন্তা ও পরিকল্পনা করার ব্যাপারে এর সহজাত ক্ষমতা এটিকে দীর্ঘ সময় ধরে চলে এমন এজেন্টসুলভ কাজের পক্ষে খুব উপযোগী করে তোলে। আমরা যা দেখছি, রিসার্চের সব পর্যায়ে Gemini এখন আগের চেয়েও উন্নত এবং আরও বিস্তারিত রিপোর্ট প্রদানে সক্ষম। একইসাথে, Flash মডেলের গণনা করার দক্ষতা Deep Research-কে আরও অনেক ব্যবহারকারীর কাছে অ্যাক্সেসযোগ্য করে তোলে। আমরা সাধারণভাবে Flash ও থিঙ্কিং মডেলের ভিত্তিতে ডেভেলপ করার ব্যাপারে খুবই উৎসুক এবং Deep Research উত্তরোত্তর উন্নতি করবে বলে প্রত্যাশা করি।

এর পরে কী হবে

আমরা সিস্টেম এমনভাবে তৈরি করি যাতে সেটি বহুমুখী হয়, তাই সময়ের সাথে সেটি কী ব্রাউজ করবে তার উপর আপনাকে আরও নিয়ন্ত্রণ দিতে পারি এবং সেটিকে ওপেন ওয়েবের বাইরে সোর্স দিতে পারি যা সিস্টেমের ক্ষমতা আরও বৃদ্ধি করবে।

লোকজন কীভাবে Deep Research ব্যবহার করবেন তা জানতে আমরা খুব আগ্রহী এবং আমরা কীভাবে ডেভেলপমেন্ট চালাব ও Deep Research-কে আরও উন্নত করে তুলব সেই বিষয়ে বাস্তব জগতের এই অভিজ্ঞতাগুলি সাহায্য করবে। পরিশেষে, আমাদের উদ্দেশ্য হল প্রকৃত এজেন্টসুলভ এবং সব বিষয়ে সাহায্যকারী AI অ্যাসিস্ট্যান্ট তৈরি করা।

এজেন্টসুলভ Gemini

কারণ নির্ণয় করা
সার্চ করা
ব্রাউজ করা

Gemini-র নতুন এজেন্টসুলভ AI সিস্টেম Gemini, Google Search ও ওয়েব টেকনোলজির সেরা বিষয়গুলি একত্রিত করে যাতে আরও ব্যাপক ফলাফল পেতে চলমান যুক্তির শৃঙ্খলায় একটানা সার্চ, ব্রাউজ ও তথ্য নিয়ে ভাবনাচিন্তা করা হয়।