Skip to main content

Chrome-এ Gemini ফিচারের সাথে পরিচিত হন

AI অ্যাসিস্ট্যান্স, সরাসরি আপনার ব্রাউজারে।

ইন্টেলিজেন্স যা সবসময় আপনার সাথেই থাকে ও হাতে হাত মিলিয়ে কাজ করে।

আপনার স্ক্রিনে খোলা ট্যাবের কনটেক্সটের ভিত্তিতে মূল বিষয়গুলি সহজে বুঝুন, ধারণা স্পষ্ট করুন এবং উত্তর খুঁজে পান।

গুরুত্বপূর্ণ বিষয়গুলি চটজলদি বুঝতে চান? Gemini সরাসরি আপনার ব্রাউজারে আর্টিকেল, পৃষ্ঠা বা থ্রেডের সারসংক্ষেপ তৈরি করে দেয়, যাতে আপনি কম সময়েই মূল পয়েন্টগুলি বুঝে নিতে পারেন।

আপনি যা পড়ছেন তাই নিয়ে কোনও প্রশ্ন আছে? Gemini-কে জিজ্ঞাসা করুন। এটি আপনার মনোযোগে ব্যাঘাত না ঘটিয়েই খোলা ট্যাবের কনটেক্সট ব্যবহার করে প্রাসঙ্গিক উত্তর ও ব্যাখ্যা দেয়।

সহজ ব্যাখ্যার গণ্ডীতেই আটকে থাকবেন না। জটিল বিষয় বা নতুন ধারণা নিয়ে কাজ করার সময়, Gemini-কে বিভ্রান্তিকর জায়গাগুলি বুঝিয়ে দিতে বলার পাশাপাশি সেই মেটিরিয়াল কাজে লাগিয়ে আরও ভালোভাবে শেখার ক্ষেত্রে সাহায্য করতে বলুন।

প্রোডাক্ট নিয়ে রিসার্চ করছেন অথবা বিকল্পগুলি বিবেচনা করে দেখছেন? Gemini-কে সেই পৃষ্ঠা থেকে মূল তথ্য, স্পেসিফিকেশন বা সুবিধা-অসুবিধা নির্ধারণ করতে বলুন, এটি আপনাকে স্পষ্টভাবে ও সহজে সচেতন সিদ্ধান্ত নিতে সাহায্য করবে।

ব্রেনস্টর্ম করতে, সঠিক দিশায় ভাবনাচিন্তা করতে বা কোনও বিষয়ে আরও গভীরভাবে জানতে চান? Gemini Live-এর সাথে স্বাভাবিকভাবে চ্যাট করুন ও উত্তর শুনুন, সবটাই Chrome-এর মধ্যে।

আপনি যা পড়ছেন, সেই সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়ার জন্য কম্পিউটারের মতোই মোবাইলে Gemini উপলভ্য। Android-এ এটি আপনার স্ক্রিনে দেখানো যেকোনও কিছুর সাথে কাজ করে—যার মধ্যে Chrome-ও পড়ে। তাছাড়া শীঘ্রই এটি iOS-এ আসতে চলেছে, যেখানে সরাসরি Chrome অ্যাপেই Gemini তৈরি করা হবে।

ওয়েব আপনার, কন্ট্রোলও আপনার

Chrome-এ Gemini হাতে হাত মিলিয়ে কাজ করে, আপনার শর্তেই। আপনি চাইলেই কেবল এটি সাহায্য করে, অর্থাৎ সম্পূর্ণ কন্ট্রোল থাকে আপনারই হাতে।

আমি তো রেডি, আপনি?

Gemini আইকন অথবা সেট-আপ করা কীবোর্ড শর্টকাটে ক্লিক করে এটি ব্যবহারের বিকল্প বেছে নিলে তবেই Chrome-এ Gemini অ্যাক্টিভেট হয়। আপনি যখন চাইবেন, কেবল তখনই এটি সাহায্য করবে।

নিজের চাহিদামতো সহায়তা পান

Chrome-এ Gemini ব্যবহার করে আপনার প্রয়োজন অনুযায়ী সাহায্য পান। আপনার প্রশ্ন স্বাভাবিকভাবে মুখে বলুন বা টাইপ করুন, তাহলেই Gemini পৃষ্ঠার কন্টেন্ট ব্যবহার করে কম সময়ে কোনও বিষয় বুঝে নেওয়া বা ক্লান্তিকর টাস্ক সম্পূর্ণ করার কাজে সাহায্য করতে পারবে।

আপনার অ্যাক্টিভিটি ম্যানেজ করুন সহজেই

Gemini অ্যাপ অ্যাক্টিভিটি অ্যাক্সেস করে আপনি যেকোনও সময় নিজের অ্যাক্টিভিটি ম্যানেজ করতে, মুছে ফেলতে ও বন্ধ করে দিতে পারবেন।

ওয়েবের অভিজ্ঞতা, একদম নতুন।

Chrome-এ Gemini ফিচারের মাধ্যমে, সরাসরি আপনার ব্রাউজারে AI অ্যাসিস্ট্যান্স ব্যবহারের সময় কোনও ট্যাব পরিবর্তন করার প্রয়োজন পড়ে না, যা খোলা ট্যাবের কনটেক্সট ব্যবহার করে কম সময়েই কোনও বিষয় বুঝে নিতে বা টাস্ক সম্পূর্ণ করতে সাহায্য করে।

প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

Chrome-এ Gemini ফিচারের সাহায্যে, আপনি ব্রাউজার থেকে AI অ্যাসিস্ট্যান্স পেতে পারেন যা মূল বিষয়গুলি সহজে বোঝা, ধারণা স্পষ্ট করা ও উত্তর খুঁজে পাওয়ার মতো আরও অনেক কাজে আপনাকে সাহায্য করতে পারে। সবচেয়ে প্রাসঙ্গিক উত্তর দিতে, Chrome-এ Gemini আপনার স্ক্রিনে খোলা ট্যাবের কনটেক্সটই ব্যবহার করে। 

ডেস্কটপে Chrome ব্রাউজারের অংশ হিসেবে Chrome-এ Gemini কাজ করে এবং gemini.google.com লিঙ্কে গিয়ে কোনও ব্রাউজারে Gemini ব্যবহার করা অথবা Chrome-এর অ্যাড্রেস বারে @gemini লিখে Gemini ওয়েব অ্যাপের সাথে চ্যাট শুরু করার থেকে এটি আলাদা। আপনি অন্যান্য ব্রাউজারে (অথবা Chrome-এর কন্টেন্ট এরিয়াতে) Gemini ওয়েব অ্যাপ ব্যবহার করতে পারবেন, তবে Chrome-এ Gemini ফিচারের মতো পৃষ্ঠার কন্টেন্ট শেয়ার করতে বা Live মোড ব্যবহার করতে পারবেন না।

Chrome টুলবারে Gemini আইকন অথবা Windows বা Mac ডেস্কটপে সেট-আপ করা কীবোর্ড শর্টকাটের মাধ্যমে আপনি Chrome-এ Gemini অ্যাক্সেস করতে পারবেন।

এছাড়াও, Android-এ Chrome এবং অন্যান্য অ্যাপ ব্যবহার করার সময়, আপনি পাওয়ার বোতাম ধরে রেখে Gemini অ্যাক্টিভেট করতে পারেন। শীঘ্রই iOS-এ সরাসরি অ্যাপেই Chrome-এ Gemini তৈরি করা হবে, যা Chrome omnibox-এর মাধ্যমে অ্যাক্সেস করা যাবে।

Chrome-এ Gemini মার্কিন যুক্তরাষ্ট্রের সেইসব উপযুক্ত Mac এবং Windows ব্যবহারকারীদের জন্য লঞ্চ করা হচ্ছে, যাদের Chrome-এর ভাষা ইংরেজি হিসেবে সেট করা আছে। আশা করি, শীঘ্রই আরও বেশি মানুষের জন্য ও ভাষায় আমরা এই ফিচার নিয়ে আসতে পারব।

Chrome-এর ভাষা ইংরেজি হিসেবে সেট করা আছে, মার্কিন যুক্তরাষ্ট্রের এমন উপযুক্ত iPhone ব্যবহারকারীদের জন্য iOS-এ Chrome-এ Gemini শীঘ্রই আসতে চলেছে।

উত্তর চেক করুন। সেট-আপ করা প্রয়োজন। উপলভ্যতা ও মানানসই হওয়ার ক্ষেত্রে তারতম্য হতে পারে। ১৮+